সুফিয়ান আহমদ চৌধুরী একাধারে কবি-ছড়াকার-গল্পকার-সংগঠক-আইনজীবি হিসেবে পরিচিত। জন্ম: ১৭জুলাই ১৯৬৯। পিতা: মরহুম শামসউদ্দিন আহমদ। মাতা: মরহুমা আলহাজ্ব বেগম সুফিয়া চৌধুরী। সিলেট শহরের ধোপাদীঘির পূর্বপাড়ের স্থায়ী বাসিন্দা এই লেখক বর্তমানে নিউইয়র্কের জ্যাকশন হাইটসে সপরিবারে বসবাস করছেন।