মোহসিন কবীর

মোহসিন কবীরের জন্ম ২০০৬ সালের ৩০ জুন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলাধীন বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া গ্রামে। লেখালিখি করছেন ছোটোবেলা থেকে। জাতীয় দৈনিক ও ম্যাগাজিনে লিখেলিখে তাঁর হাত বেশ  পোক্ত। নাশিদজগতেও আছে তাঁর বিচরণ। লিখছেন দারুণ দারুণ নাশিদ।