মোহাম্মদ আব্দুল হক

মোহাম্মদ আব্দুল হক হাজী মোঃ আব্দুল আজিজ তালুকদার ও আয়েশা খাতুন এষা’র ঘরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক বসতবাড়ি হরিনাপাটি গ্রামের রঙ্গারচর ইউনিয়নের সুনামগঞ্জ জেলায়। জীবনে শিক্ষকতা-সহ বহু ধরনের ব্যবসায় নিজেকে জড়ালেও সামাজিক, রাজনৈতিক ও পারিপার্শ্বিক অন্যায় কর্তৃত্ববাদীতায় কোনো পেশাতেই নিজেকে থিতু করতে পারেননি। 

তিনি একজন সব্যসাচী লেখক। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা দশটি।