মিদহাদ আহমদের জন্ম ২০০১ সালের ৫ নভেম্বর সিলেটে। বাবা আলী আহমদ ও মা রুজি বেগম। তরুণ এই লেখকের পড়াশোনা জালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। ২০২০ সালের ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী মিদহাদ আহমদ লেখালেখির জগতে বিচরণ করছেন দুরন্ত গতিতেই। পড়াশোনায় যেমন মেধাবী তেমনি লেখালেখিতে। তার ভালো লাগে আবৃত্তি করতে ও রবীন্দ্র সংগীত শুনতে। ছবি এঁকে আর গাছের পরিচর্যা করে অবসর কাটান।
ইতোমধ্যে আপন বৃদ্ধাশ্রম এবং পড়শী বসত করে উপন্যাসদ্বয় মিদহাদ আহমদকে লেখালেখির জগতে দিয়েছে নতুন এক মাত্রা।