মােহাম্মদ অংকন ১৯৯৭ সালের ৭ নভেম্বর নাটোরের সিংড়া উপজেলার নূরপুর গ্রামের সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মাে. গােলাম মােস্তফা মন্ডল এবং মাতা মােছা. মনােয়ারা বেগম। বাবা-মায়ের তিন সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। ২০১৪ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ (A+) প্রাপ্ত মেধাবী এই তরুণ ২০১৬ সালে একই বিভাগে এইচএসসি উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষাগ্রহণের তাগিদে ঢাকায় পাড়ি জমান। বর্তমানে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনােলজি (বিইউবিটি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয় নিয়ে পড়াশােনা করছেন। অংকন লেখাপড়ায় যেমন অদম্য, তেমনি সাহিত্যচর্চাতেও। পঞ্চম শ্রেণিতে পড়াকালীন তাঁর সাহিত্যচর্চার হাতেখড়ি। বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান, এলাকার সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপজেলার বিভিন্ন সাহিত্য সংগঠনে কবিতা আবত্তির মধ্য দিয়ে শৈশবেই তাঁর প্রতিভা বিকশিত হয়। ২০১২ সাল থেকে নিয়মিত দেশের বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে লিখে চলেছেন। কলাম, কবিতা, ছড়া ও শিশুতােষ গল্প লিখে ইতােধ্যে পাঠক মহলে পরিচিতি অর্জন করেছেন অংকন। তার আগামী দিনগুলাে শুভ হােক।